কি ছিল জানানো হলো নাহ্ তোমাকে
কি হবে বলা হলো নাহ্ তোমাকে
কি উচিৎ হবে বুঝানো গেলো নাহ্ তোমাকে
কি চাইবো তোমার কাছে
কি আশা করবো তোমার পানে
কি প্রত্যাশা করবো তোমার সনে
কি নিদারূন হতাশা ভোগাবে আমাকে
কিছুই বুঝানো গেলো নাহ্ তোমাকে
কিছুই জানানো গেলো নাহ্ তোমাকে
কিছুই বলা হল নাহ্ তোমাকে
কারণ তুমি যে আমার নেই তুমিতে
তুমি যে আজ বাস কর অন্যের তুমিতে