আজ যুবক শরীরের ক্লান্তি মিটাতে
যখন যাবে গুমাতে"
ঠিক তখনি হাতে কি যেন কি খেলে
বাবা ডাকে মা ডাকে,শুনেও না শোনে"
কিশোরের দূরন্তপণা আজ মেঘের মতো
এসেও কেনো থেমে আছো?
জিবনের আলো নিভিয়ে,কেনো আবার নেশার আলো জ্বালিয়ে
পথ চলো বারে বারে"
যে আলো করেছে তোমায় শান্তি
সে আলো কেনো করেছে অস্বস্তি "
নিজের বিবেকে তালা দিয়ে করেছো কেন খেলা
ভালবাসা ছেড়ে দিয়ে মরছো তাসের খেলা"
ফ্রি ফায়ারে আজ কতো গেলো তাজা তাজা প্রান
বিবেককে করেছো তুমি অসম্মান"