আমি কলম
আমার ভাষা আছে
কখনো সুখের ভাষা, কখনো দু:খের ভাষা
কেউ পারে বুঝতে আমার কালিতে মেশা প্রদীপ জ্বলে"
কয়জনিই বা আমাকে নিয়ে ভাবে"
সত্যি আমি ঠিক ফেরিওয়ালার মতো"
আসলেই কি তাই?
আমার একটা খোঁচায় আজ তুমি অচেনা জায়গায়
পাড়ি দিয়েছো সপ্নীল ঘুড়ির ক্যানভাসের ঠিকানায়"
আমাকে ব্যবহারে আজ কেউ হাওয়ায় উড়ে
কেউবা রোবটের মতো ছুটে চলে আবিষ্কারের নেশায়"
আমি কলম
আমার অনেক কথাই আছে
কেউতো সেই কথা শুনতে চায় না"
আমার মুল্য যার কাছে পাঁচ টাকা
সে আর যেই হোক আমার মুল্য কখনো বুঝবে না'
আমার প্রতিটি কালি তার কাছে দামি
যার কাছে মনে হয় আলোকরেখার চিঠি'
সুখে দুঃখে সবসময় আমিই তো পাশে থাকি'
আমি কলম
সেই আমাকে চেনে যিনি সাধক
যিনি কবি না হলেও সাহিত্য প্রেমিক"
একদিন তুমি থাকিবে না পৃথিবীর মাঝে
শুধুই পড়ে থাকবে বলপয়েন্টের কালিটুকু
আমি তোমাকে মনে করেছিলাম যতটুকু
তুমিই শুধু মনে করেছিলে না ঠিক ততটুকু "
তাইতো আজ কলমের কালির গন্ধ চারিদিক মিশে আছে'
সত্যি তোমায়, ভুলতে চাই না যতদিন আছি এ ভুবনে