এ কেমন অজানা পথ
   অচেনা পথের মাঝে"
পেয়েছি পথিক ছাতাওয়ালা
যাচ্ছে  হেঁটে হেঁটে
চারিদিকে যখন রোদ্রের তাপে
মাথা যায় ফেটে,তবুও হাঁটা লাগে"
এ কেমন চিরচেনা পথে
যাচ্ছি হেঁটে হেঁটে"
ও পথিক একটুহলেও দাড়াও আমার পাশে
আর নয়তো নিয়ে যাও মোর সাথে "
চারিদিকে গরম হাওয়ায় গলা যায় শুকিয়ে
ভাবছি পানি পাবো কনে?
আশপাশ তাকিয়ে তাকিয়ে পথ চলি দুজনে
একটুখানি পানি পেলে পিপাসা দূর হবে"
এ কেমন বালুচর বালুময় পথের রাজ্য
একটুহলেও  পানি  পথ পেরুলেই বেঁচে যাবো