ইদের ছুটি নিয়ে যাবো গ্রামে
স্নিগ্ধকর ছায়াঘেরা মনোরম পরিবেশে"
সবাই মিলে করবো ইদ
একসাথে থাকার মজা!
বাবা-মা সবাই মিলে করবো ইদের মজা"
টিকিট নাই তবুও জিবন বাজি রেখে
ছুটছি আমি মরণ বুকে নিয়ে
চারিদিকে দূর্ঘটনার ছবি ভাসে বুকে
তবুও পথ চলা যায় নাকো থেমে"
মাঝে মাঝে ভাবি যদি যাই মরে
ইদের খুশি কই যাবে চলে!
ও মা আমি আসছি, তুমি বসে থেকো
মায়ের চোখে নেই ঘুম,খোকা আসছে!
সামনে হঠাৎ বাস টু বাস আঘাত
পড়ে যায় খোকা,আমি খোকার সাথেই ছিলাম"
আমার তেমন কিছুই হয়নি"
খোকা আসছে, মায়ের চোখ মেলে বসে থাকা
এদিকে দেখি সাদা কাফনের প্যাকেটে খোকার লাশ!
আমি চোখের পানি মুছতে মুছতে বাড়ির সামনে দাড়িয়ে
কাকি কাকা বলে ডাকছি, হঠাৎ কাকি বলে
খোকা কি এখনো আসেনি,তুই খোকাকে কই রেখেছিস"
সবাই সবার মুখে তাকিয়ে, কি যেন কি বলেও ভাষা হারিয়ে ফেলে"