ও মা আমি আম কুড়াবো
তোমার জন্য আনবো কি?
আনলে তুমি বকবে কি!
ও মা আমি গেলাম বাইরে,দেখোনা তোমার ছেলের সাহস দেখে
পাড়ার কতো ছেলেমেয়েরা একসাথে "
দলবেঁধে লাটিম খেলে!
আমি একটু খেলতে চাই,ও মা "
পূর্বপাড়ার সুন্দরী সেই আঁখি,পা পিছলিয়ে পড়ে গেছে নাকি?
আমিও একটু পড়ে আঘাত খেতে চাই
ও মা শুনছো কি?
আমার জন্য রাখছো কি,গুড় মিষ্টি আঁচার"
দাড়াও তোমার ছেলে আনছে কোলে কুড়ানো পাওয়া আমের বাহার"
মাগো,এবার তোমার শুনতেই হবে বৈশাখীর আঘাত"