স্নিগ্ধ শীতের সকালে
মিষ্টি রোদের ঝলকে "
মন চায় যেনো সবসময়ই থাকে
প্রিয় মানুষ যেভাবে থাকে"
কাঁঠফাটা গ্রীষ্মের রোঁদে
মন যায় চলে,কাজের আঁটি খুলে
ইচ্ছে করে যাই অবসরে"
ঘড়ির কাঁটা যায় না কেনো
মনে হয় সব সময় যেনো থেমেই আছে"
গাছের ছায়ায় থাকতে থাকতে
বিকেল এসে গেছে"
এই সময়ে ইচ্ছে করে
বন্ধরা সবাই একসাথে যাই উড়ে
পাখিরা যেমন ঝাঁকেঝাঁকে
মন চায় ঠিক সেইভাবে"
থাকতো যদি পাখির ডানা,করতাম কতো খেলা
সন্ধা এলো আযান কানে ভেসে
যাবো বাড়ি ফিরবো এবার, সময় হয়ে গেছে
বাড়িতে ফিরে দেখবো আমি
জোনাকিদের লুকোচুরি ""