কাব্যে আমার অগ্নিঝড়া
থাকে বিদ্রোহীর সুর,
বজ্র গর্জনে লেখনীর ধারা
বাজে সত্যের নুপুর॥
প্রতিবাদের আওয়াজ তুলি
লেখালেখির এ ভাষায়,
আমি কলম তলোয়ার খুলি
কাব্যের ভালোবাসায়॥
অনিয়ম যত দুমরে মুচরে
লিখি বাঁধা অন্তহীন,
তাই চলে যাচ্ছি তো দুরে
বন্ধু হতে রাত-দিন॥
আমি নাকি হবো খুন হায়
আজ কিবা ঐ কাল,
ওদের হাতে যদি প্রাণ যায়
আছে তো তরুণ দামাল॥
কাল যদি না লিখি লেখা
কোন কারন বসত,
মনে রেখো হবে না দেখা
করেছে খুন শক্তি অসৎ॥