লিখে চলেছি অবিরত
হবো আমি দুর্বার,
রুখবে কে সাহস কার
আমি প্রতিবাদী উঙকার॥
হাতে ধরা অস্ত্র কলম
ভয় নেই মোর মনে,
দেখো প্রতিদিন লিখি আমি
সাহসিকতার সনে॥
যত ন্যায় সত্যের কথা
প্রচার করি নির্ভয়ে,
অচিরেই পৌছাঁবো জানি
সত্যের পথ বিজয়ে॥
টাকার লোভে জীবন ভয়ে
সত্য গোপন করিনা,
মিথ্যা প্রচারণা কভু নয়
এক সত্যই হবে প্রেরনা॥
কলম যোগায়েছে সাহস
শক্তি দিয়েছেন আল্লাহ,
সত্যের মাঝে থেকেই গড়বো
উজ্জ্বল সোনার বাংলা॥