তুমি এসেছিলে বলে,
পড়েছিলাম-
তোমার লেখা "সপ্তবলে" ॥
তুমি কেদেঁছিলে বলে,
তাকিয়েছিলাম-
ভিজিয়েছিলাম চোখ জলে॥
তুমি হেসেছিলে বলে,
চেয়েছিলাম-
থাক তুমি এমনি সুখাচ্ছলে॥
তুমি সেজেছিলে বলে,
ধরেছিলাম-
সুখের সকল পাপড়ি মেলে॥
তুমি গেয়েছিলে বলে,
বেধেছিলাম-
সুর কথা আর ছন্দ লে॥
তুমি চেয়েছিলে বলে,
এনেছিলাম-
বাগানের সব ফুল তুলে॥
তুমি ডেকেছিলে বলে,
এসেছিলাম-
নদী ফেলে পাহাড় তলে॥
তুমি চলেছিলে বলে,
লুকিয়েছিলাম-
ব্যাথা আর দুঃখ জালে॥