সালটা ২০০৮। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। ক্লাসে বরাবরই ভালো ছাত্র ছিলাম। তাই প্রত্যেকটা শিক্ষক আমাকে একটু আলাদা চোখে দেখতেন। সে সময় ছবি আকাঁর প্রতি আমার খুব নেশা ছিল। খুব ভালো ছবি আকাঁতে পারতাম। সে সুবাদে অনেকেই আমার কাছে প্রেকটিক্যাল খাতা আর্ট করতে দিত। একদিন আমার শ্রদ্ধেয় মহসিন স্যার আমাকে ডেকে পাঠালেন। আমি আসাতে স্যার আমাকে প্রথম আলো পত্রিকার সাহিত্য পাতার কিছু কবিতা দেখালেন এবং বললেন, তুমি কি কবিতা লিখতে পারোনা? সব প্রতিভাই প্রকাশিত করতে শেখ। সেই থেকে কবিতা লেখা শুরু। সময় পেলেই দু একটা করে কবিতা লিখতাম। সান শাইন কোচিং সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা স্বরচিত কবিতা আবৃতির মধ্যদিয়ে আমার অভিষেক। প্রথম বিজয়ী হওয়ায় একটা জেদ চেপে বসলো। সফলতা হাতের মুঠোয় এসে গেলো। পত্রিকায় কবিতা দেওয়ার সাথে সাথে সেটা প্রকাশিত হলো। সেই থেকে আমাকে আমার পিছন ফিরে তাকাতে হয়নি। ছুটে চলছি এখনো।
আলোচনাটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২১/১২/২০১৫, ২৩:৫২ মি: