ভ্রমে ভ্রমে হেয়ালে দিলাম কাটিয়ে
নষ্ট কাল গুলো, অযথা গেলো যে!
আরে রক্ত, রক্ত গো !
কত নেশারে চোখে, কত লাল,
তুমি তারচেয়েও ধুম্র মায়াজাল !

কত চাওয়া রে মনে, কত কল্পনা
আরে নাহ! ভালোবাসি নাই তারে
মুগ্ধতাই নষ্ট করল মন তরীকে,
কল্পনায় আসে না তার অবয়ব,
আমি দেখিনি তার মায়াবিনী চোখ,
দেখিনি তার হালকা গোলাপি ঠোঁট।

আমায় মুগ্ধ করেছিল তাকে না দেখাই
আমি বড্ড ভালোবেসে ছিলাম সেটাই!

দেখি আমি ধুয়াশা বনে,
ধুয়াশায় গেছি  হারিয়ে!
দেখতে পেয়েছিলাম আলোর মশাল।
তোমার মিষ্টি শব্দই আমায় করল বিভ্রম!
চেয়েছিলাম তারে শুধু বলতে,
কেনো কবিতায় গেলাম আটকে?

কেনো ছন্নছাড়া ছন্দ তারা করে আমায়,
ছন্দ ভরা আকাশ কিন্তু দেখতে মন্দ নয়।
কত চেয়েছিলাম সেই আকাশ দেখতে,
হাতে রেখে হাত তোমার সাথে ।
তুমি কে গো ? তুমি কে?
তোমারে চিনতে চাই না এই জনমে!