এই মৃত্যু অপেক্ষার চেয়ে সুন্দর
এই মৃত্যু নির্জনতার চেয়েও মধুর,
এই মৃত্যু পৃথিবীর স্বপ্নভঙ্গ মতো
রোদে পোড়া তপ্ত মরু বালুকায় ,
প্রেয়সীর হাতের আংটিখানা মুহূর্তেই
দানবাকার হয়ে আটকায়ে গেলো গলায়।
প্রেমিকের দেহের হলো বিচ্ছেদ
দেহখানা হলো আলাদা; একছটা আগুন
ভস্ম করে ফেললো তার বিরহে
মৃত্যুকে আমি পেয়েছি খুঁজে
খুশি, শূন্যতা, রাগ আর অভিমানে!
তার খণ্ডিত মাথা থেকে ভেসে যায় রক্তবন্যা
সে রক্তস্রোতের নদীতে বসবাস করে না,
কোনো থোকা থোকা স্মৃতিখন্ড ।
ভেসে চলে রক্ত নদী, নরক নিষ্ঠুর গাঁয়ে
এক মহাকালে প্রান্তরে দাঁড়িয়ে
স্রোতের মাঝে এক ক্ষীণ পৃথিবীতে।
শেষ কথা শেষ না করার আক্ষেপে,
মহাকালের কলে জীবন গেলো পিষিয়ে।