টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে
কি চেয়েছিলে সেতারার শব্দ?
মৃত পাতায় জলকণা গড়ালে
সিক্ত হলেও হয়না সে জীবন্ত!
চায়ের কাপে মিলিয়ে যাওয়া
বাষ্প ধোঁয়ার মত, যেনো যায়
মিলিয়ে আমার স্মৃতি রিক্ততা,
ভবিষ্যতের আশা আসে যায়।
হৃদপিণ্ড থেকে রক্তস্রোত ছুটে
বিসর্জন দেয় স্বপ্ন ছিলো যতো
যে স্বপ্ন থাকে সূর্য তপ্ত চোখে
খুঁজে বেড়ায় আঁধারের সত্য!
শেষ বিকেলের রোদে পোড়া
এক পরাজিত যোদ্ধার তরে
মৃত মহাশূন্যে মানব স্বপ্নহারা
যায় হেঁটে কালের কৃষ্ণ-বিবরে।
তবে কেনো স্বপ্ন তুমি কোন অভাবে,
বারে বার সৃষ্টি শখে আসো এ মনে?