হৃৎপিণ্ড এক টুকরা নরকের জমি
সাগরের মতো বিশাল মরুভূমি
যতদূর দেখা যায় কল্পনায় তুমি
বিচ্ছিন্ন দ্বীপে নির্বাসিত আমি।

চিঠি রেখে ফেলনা বোতলে
ভাসিয়ে দেই সাগরের ঢেউয়ে
ওপারে তুমি চেয়ে আছো কি?
এখানে কতো আশায় থাকি।
চিঠি খানা নিও পড়ে
অশ্রু শুকাবার আগে।

পৌষের বিকেলে মৃদু রোদে
ঝরে পরে বিষণ্ণ পত্র যেভাবে,
গাঁয়ের নির্জন পথের ধুলাতে
ক্যাবারে স্বর্গ-সুরায় মরি ডুবে।

পথের মাঝখানে পরে রই ঘোরে
শিশুর সুন্দর পৃথিবীর পানে চেয়ে।