-যদি তোমাকে না হারিয়ে; তোমাতেই হারিয়ে যাই?
-তবে পাবে মোর অস্তিত্ব প্রতিটা কনায়!
রূপ সন্ধ্যায় ঘোর লাগা আলো-আধারিতে
তার শিশু সুলভ চেহারায় চাঁদ যায় ঝলসিয়ে,
তার চশমার ফ্রেমে প্রতিফলিত হয় আলো
ব্যস্ত সড়কের পাশে বসেও বাসো আমায় ভালো?
তার ঘন নিঃশ্বাসে বয়ে যায় বসন্ত আমাতে
আঁখি কাপে ছলছল ছুঁয়ে গেলে বাস্তবেতে,
সে এক রূপকথার মায়াবতী, তার হাসিতে
পড়ে টোল; থাকে চোরাবালি গহিনে লুকিয়ে
মায়াজালের এ চোরাবালি যাই তলিয়ে!
তাই বলি বাপু, এখান থেকে বাঁচতে
চিরন্তন মৃত্যু বরন করে নেই চোরাবালিতে!
অবেলায় হোক কালের সংগ্রাম
কালের বিজ্ঞাপনে ভুলে যাও বিশ্রাম,
ভালোবাসা মিশে যাক জীবন স্রোতে
স্রোতস্বিনীর ভেলায় একেলা বসে।