কব্জির শিরায় মিশিয়ে দেয়া অভিশাপ
কতকক্ষন ছটফট করে সব চুপচাপ।
ঘুমিয়ে রয়েছি মহাকালের জন্ম হতে,
আমার নিস্তব্ধতায় কার কি যায় আসে?
যদি পৃথিবীর প্রেম নেয়া হয় কেড়ে
পৃথিবীর সব অন্ধ প্রেমিকদের ছেড়ে,
ঢেলে দেয়া হয় একটি আত্মার মধ্যে
তার শূন্যতায় পুড়াবে মিথ্যে এক সত্যে।
সে সত্য হলো একটি আলো যা তুমি
খুঁজে পেয়েছিলে যখন তা আঁধার ভূমি,
অন্ধকার কে তিমির মুক্ত করার পাপে
তোমায় গ্রাস করে গিলে ফেলবে শাপে।
আর মিথ্যা হলো তুমিও তাদের মতো
সন্ধ্যায় মোড়ের গাছের নিচে স্তব্ধতায়
পৃথিবীর মিথ্যা মায়াকে সত্য ভাবায়,
পুড়বে মন অপরাধ বোধে; বিচ্ছিনতায়!