আকাশ তোমার ইচ্ছে কার জন্য ?
মেঘের জলোচ্ছাসে ডুবলো চন্দ্র,
আত্মার রাজ্যে ফিরে যাবার বাসনা
তাড়িয়ে বেড়ায় প্লেটোকে মুগ্ধতা!
যে শক্তি ইতিহাস দেয় বদলায়ে!
সে শক্তি লালিত করো তাজা বুকে,
হাতে নিয়ে জ্ঞানের শানিত তরবারি,
হত্যা করো প্রচলিত মিথ্যা কারবারি ।
ধরো আজি অস্ত্র ধরো শক্ত হাতে,
প্রস্তুত হও করতে খুন নিজ হাতে।
বারেবার হত্যা করো মনকে নিজের,
বরষা বেলাতে যে না থাকে কাছে।
অকালে ঝরে পড়া মিথ্যা মায়া,
আছে কি স্বাভাবিক শালীনতা?
আর্দ্র জালে বিবেক পড়ে বাঁধা,
বৃষ্টি পায়ে জমা থাকে কেন কাদা!
তার ছিলো জাদু, ছিলো কঠিন এক মায়া
আয়নায় নিজের প্রতিরূপে নিস্তেজ ছায়া।