কিছু নিরবতা প্রচণ্ড ভয়ঙ্কর,
কিছু নিরবতা তীব্র চীৎকার;
হতেও অসীম আর্তনাদ ।
নিরবতাই মহাশূন্যতা ডেকে আনে,
যেন অন্ধকার নির্জন বদ্ধ ঘরে ।
বিষাদ আত্মা বারে বার চায় যেতে,
অপরিচিত এক নির্বিণ্ণ কারাগারে ।
নিরবতা মারাত্মক আপন !
সে এখন আর প্রিয় তারাময় আকাশ,  
দেখতে দেয় না আমায়;
মাঝে মাঝে দেয় কাঁপিয়ে, এক দীর্ঘশ্বাস!
নিরবতার অন্ধকার আমায় দিল না মুক্তি,
আমাতে নিয়ে এসো না আলো,
মুক্তির আলো, আর লাগে না ভালো !
পার্থিব সকল ঘটনা তুচ্ছ করে,
ধরণীর সকল আবদার হতে মুক্ত হয়ে,
চির মুক্তির জন্য যাব তারাদের দেশে!
হয়ে থাকব এক মৃত তারা হয়ে!
যদি ইচ্ছে করে খুব দেখতে আমায়,
ইচ্ছে করে কইতে কথা;
আমিই হব রাতের অদৃশ্য মৃত তারা,
তারা পানে চেয়ে,
কথা বলিও কিন্তু পেলে সময়!!