কলিজার তাপ
জ্বলিছে অগাধ
নিভে নাকো আজ
পথে রক্তের সাজ।
মসজিদ মন্দির পতিতালয়
কিছুতেই না জুড়ায়
কি চেয়েছিলো? হায়!
মরন বিষন্ন হাওয়ায়
জুড়াতে চেয়েছিলো প্রান
মৃত্যু, তোমার জন্য লেখা এ গান;
খুঁজিয়া তোমার সন্ধান
যুবক হয়েছে হয়রান,
সময়ের ক্ষয় করিয়া চলিছে
তোমাকে পাবার জন্য
হে মৃত্যু, তুমি ধন্য।
আশ্বিনের বিরল বৃষ্টিতে
আমি যদি যাই চলে
এক টুকরো স্বপ্ন বেড়াবে ভেসে
মানব অন্ধকার হৃদয়ে,
সেই স্বপ্নে
পৃথিবীর আড়ালে
লুকায়ে থাকে এক মানুষের মুখ।