তার সাগরের মাঝে প্রতীয়মান,
এক টুকরা নরক ।
যার মাঝে পুড়ছে বিশ্ব ভালোবাসা,
তারা আজ মরণ ক্ষুধার্ত,
শোনো হে,
নহে তারা ক্ষুধার্ত অর্থাভাবে ।
তারা আজ ক্ষুধার্ত ভালোবাসার অভাবে।
তাদের প্রাপ্য ছিলো তোমাদের ভালোবাসা,
তোমার এক টুকরা অনুভূতি রেখো বরাদ্দ,
যে ভালোবাসাতে শূন্য হাতে, না হয় যেতে
তার মুখ পানে চেয়ে থাকা শিশুর কাছে ।
বিশ্বাস করো আমায়,
আমি ওই শিশুর হাসি স্বর্গ পেয়েছি দেখতে,
কোনো পাহাড়ের চূড়া থেকে যায় গড়িয়ে।
আমি রাজনীতিতে রক্ত বহিত নয়নের অন্ধ,
হে ক্ষুধার স্রষ্টা,
হে খাদ্যের স্রষ্টা!
তুমি গরীবের ক্ষুধার জ্বালার অনুভূতি
সহ কেমনে?
আমরা কারো রাজনীতি বাঁচাতে
কাউকে না অন্নহীন করে, চাইনি থাকতে ।