এ শরাব পানে দোষ কী?
প্রদীপ রাখিয়া
মেঠো পথে গিয়া
চাঁদের আলোয় দেখি;
রূপালি গাঁয়ে
কালচে সবুজ বনে
জ্বলে নেভে জোনাকী।
গ্রীষ্মের মাস
ভ্যাপসা বাতাস
বুক ভরা শ্বাস;
ছক কাটা মাঠে
সোনালী ধানে
ঢেউ খেলে যায় বাতাস।
বাড়ির উঠানে
দেখি ক্ষনে ক্ষনে
পাখিদের উড়াউড়ি;
এ যেন অতীতের
ছবিতে আঁকা প্রাগৈতিহাসিক বাড়ি।
ছায়াগুলো তার
জীবন্ত হবার
ইচ্ছে পোষণ করে,
তোমার আমার দূরত্বের মাঝে
চাঁদের আলো ঝরে—
বদ্ধ কামরায়
একাকী বসিয়া
চর্ম চক্ষু স্থির করিয়া
এই সব আমি দেখি,
জীবনানন্দের হৃদয় নিঙড়ানো
এ শরাব পানে দোষ কী?