গভীর রাতের নিস্তব্ধ শহর
ঘুমিয়ে থাকে আদরে চাঁদের আলোয়
এই চাঁদ নিয়ে যায় সেই বেলাতে
উঠানে মাদুর পেতে কুপির আলোয়
কোনো আরব্য রূপকথার কাহিনী
আধুনিকতায় লালিত ঝলমলে উজ্জ্বল বাতিতে
রূপকথা আমাদের কে নিয়ে যায় না
সেই প্রাচীন বাগদাদের কোনো শরাবের দোকানে।
তোমাদের ইট পাথরের দালান, এ আধুনিকতা
আর চাই না, সহ্য হয় না আর
আমায় নিয়ে চলো নগর বন্দর ছেড়ে ঐ গ্রামে
যেখানে তারা জ্যোৎস্নায় উঠানে মাদুরে।
মায়ের কোলে মাথা রেখে শুনবো
আরব্য রূপকথা আর ঘুম পাড়ানির গান।
আধুনিক সভ্যতা, নিয়ে যাও বিলাশ বহুল অট্রলিকা
দাও ফিরিয়ে জীবনের মানবিকতা,
এখানে পাঁজর নিংড়িয়ে যায় না পাওয়া ভালোবাসা
এখানে শুধুই নিজেদের বিক্রি করা হয়
তাদের ইচ্ছা ও নারকীয় আকর্ষণের বিনিময়ে
আর এই আকর্ষণ কেই তারা ভালোবাসা রূপে
করেছে গ্রহন; এভাবে তাদের নিজেদের বিক্রি
করে যন্ত্রমানব হয়ে গিয়েছে নিজেদের জালে।
খোলা বাতাসে স্নিগ্ধ হাসি, যেই হাসিতে
রয়েছে শুধুই ভালোবাসা!
তারা তো নিজের অজান্তেই সময়ের স্রোতে
খড়কুটোর মতোই গিয়েছে ভেসে
সময় স্রোতে তাদের কে দেখি আমি
কূলে সজোরে আছড়ে পড়ার অপেক্ষায়।
এরাই মানুষ, এরাই বুদ্ধিমান প্রজাতি
নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়ে
মারছে নিজেদের কেই! তারা কত সভ্য
তারা কতোই না বুদ্ধিমান!
পোশাক হচ্ছে আদিম, যত ছোট
যত অঙ্গভঙ্গিতে করতে পারে উত্তেজিত
তারাই সভ্য জাতির আদর্শ ব্যক্তিত্ব
রক্ত মাংসের শরীর ছাড়া কি ই বা আছে
দেখানোর! আমরা বড়ই সুশীল!