শ্রাবণের ঘন এক বরষার  দিনে
প্রান্তরের পাশে বড় গাছটির নিচে,
থমথমে আলো আঁধারের খেলাতে
আকাশের দিকে চেয়ে থাকে সে।

অন্ধকারে ছুটে যায় মন কালবেলাতে
নীল ফুলও রয় আকাশের পানে চেয়ে;
হায় আফসোস! ঝরে পড়ে গেলো সে
বিষণ্ণ হয়ে থাকা আকাশের বৃষ্টি বর্ষণে।
নীল ফুলের বেদনা দেখলো না কেউ
আড়ালে তাকে ভাসিয়ে নিলো ঢেউ।

থাকে ছেলেটি  তার দুঃখ নিয়ে বসে
ঝড়ো হাওয়ায় থেমে থেমে ওঠে কেঁপে
সে কবেই গেছে মরে তার কৈশোরে
এখন আর বাঁধা কোথায়, কোন শিবিরে?  

পরে সব ই হলো স্বাভাবিক; ঝড় গেলো থেমে,
কিন্তু তার দেহ অশ্বথ গাছটিতে থাকে লটকিয়ে!!