চেয়েছিলাম আমি বহুবার যেতে,
বিশ্বাস করো, আমি হতে চাই নি
এক পূর্ণ গল্পের মাঝে অপূর্ণতার
দায়িত্বের বোঝা, কাঁধে চাপাবার !
কে বলে? আত্মা নাকি মরে না?
আমি তো ঠিকই উষ্ম আত্মা হয়ে
চার দেয়ালের মাঝে, ভাবি বসে।
তিন নম্বর দেয়াল ভেঙে,
স্বর্গ থেকে প্রবাহিত স্বস্তি দিতে!
মানব মনের সীমিত ভালোবাসা,
আমি চলে গেলে, ভালোবাসা
হবে বণ্টিত তোমাদের মাঝে!
উচ্ছ্বাস-কলরব তিন দেয়ালে!!
মজার কথা কি জানো?
তখন আমি এক নাম পাবো!
নতুন নামে ডাকবে আমায়,
মৃত লাশেই ডাকবে আমায় !
আমি তো কিছু পারলাম না
তোমাদের বিলিয়ে দিতে !
শুধু মনে রেখো আমার প্রাপ্তি..
প্রিয় কিছু মানুষগুলো তো,
পড়ে থাকা লাশের মুখ খানা
আসবে না দেখতে,
সে নাকি ঘৃনা করে? আমাকে?
নাকি আমার ধূলোময় লাশকে?
ভাই বলে ডেকো না আমায়,
আমি তো তোমাদের কাছে
এমনিতেই ফেলনা ছিলাম ।
চেয়েছিলাম আমি বহুবার যেতে,
বিশ্বাস করো, আমি যাবো চলে!
হে! আমার মুখ দেখতে না চাওয়া,
দুগ্ধ ধোয়া তুলসী ফুলের পাতা!
তোমাদের কে জীবনে করছি
হয়তো বিরক্ত, বেয়াদব হিসেবেই
ক্ষমা করে দিও!
আমি এক অপূর্ণতা,
চলে গিয়ে দিয়ে যাবো,
তোমাদের পরিবারের পূর্ণতা!