নরকের বাগান হতে ঝরে
রক্ত, স্বর্গের চৌকাঠের দ্বারে,
শত ভালোবাসার বলিদান
চিহ্ন মিশে ফেলে এ বাগান।
যান্ত্রিক কোনো শব্দে যদি
ভেঙে যায় কল্পনার ছবি,
যদি ফিরে যাও সে কাননে
তোমার আনন্দ ধরা হতে !
চেয়ে দেখো প্রিয়,
এখানের ফুলের সুবাসে
সবার আত্মা পুড়ে চলছে,
আমি কি আগন্তুকের বেশে
পারি কি একটু থেকে যেতে,
তোমার মস্তিষ্কের নিউরনে?
বেশ তো সময় কাটলো,
পুড়ে চলার নেশা থেকে
ছুটি নেয়া যাক স্মৃতি থেকে!