আধো আধো আলোতে,
ঝাপসা আলো চোখে ভাসে।
মুহূর্তেই সব কিছু যায় থেমে,
মৃদু পলক পড়তেই চোখে,
সময় হাঁটে ভবিষ্যতের আগে!
সবুজ রাঙা দিনে, একা পথে
বৃক্ষ পত্র মাড়িয়ে, একা হেঁটে
বক্ষে থাকা অগ্নি চায় স্বাধীনতা।
পথ রুখিয়ে প্রশ্ন করে ব্যর্থতা,
ইতিহাস কেনো, করে পরিহাস?
সকলের কেনো ঘৃণা ও উপহাস?
কেউ ভালোবেসে ছিল আমাকে?
পাপ কি সহমত ছিলো, আমাতে?
আমি তো নিজেকেই ঘৃণা করি,
আমি ই তোমাদের বিষাক্ত করি।