তোমরা ভাসিয়াছ একে অপরের তরে
আমিও গেলাম ভাসিয়া কালের তোড়ে
বর্তমান ছেড়ে ভবিষ্যতের তিমিরে।
তুমি তো গিয়াছ ডুবিয়া তাহার ই মাঝে
তব হয়েছিলো লাল, গাল খানি লাজে
জন কোলাহল ভুলিয়া তাহার ই আঁখে
দিয়াছিলে হাসিয়া কোন সুখের উল্লাসে?
মোর প্রিয় বন্ধু অসুখ চিনিলো না স্বর্গ
ভাঙ্গিলো না ঊর্মিমালা দেখিলো না সমুদ্র
নরকের কোলে ডুবিয়া স্বর্গ দেখি কল্পনায়
নরকের মধ্যে এক টুকরা স্বর্গের জমি।
আঘাতে আঘাতে গুড়া বালি হয়েছিলো মন
চিন্তা নিবৃত্ত করিতে পাঁজর হয় জখম
দেখিয়াছি জগৎ-সংসার, মায়া ভালোবাসা
সর্বশেষে মরন হয় জীবনের একমাত্র আশা
চূড়ান্ত গন্তব্যে যদি যেতেই হয় তবে
মহা পাপ নাহি হবে চলে গেলে আগে।
হে মোর রব, যত দিন রই বাঁচিয়া
পিচ ঢালা রাজপথের নিচে ছুঁড়ে ফেলিয়া
আমায় দাও ভয়ংকর এক নির্জনতা!
যদি যায় আগ্রাসী ঝড় সজোরে বয়ে
সহিতে পারি যেন তা চুপ রয়ে।
এই সবুজ ধরাতে হয়েছি সাক্ষী
সুন্দর এই মানুষ সকল, সুন্দর কাক পক্ষী
তবে মানুষ বড়ই অসহ্য সুন্দর।
এই সৌন্দর্য সহ্য না করতে পারার অপরাধে
বেঁচে রই বদ্ধ ঘরে আত্মা করে অবরোধে।