বিকেলে তপ্ত রোদে দাহ হয়না,
মধ্য রাতের বৃষ্টিতে মন পুড়ে যায়;
মোহ মায়াময় বেলীফুলে সয়না।
পাবো না জেনেও স্বপ্ন বুনে যায়!

পাখি যেনো হেরে গেছে শহরে,
ডেকে বলে তার দুঃখ আমারে।
কিন্তু পাখি কি জানেনা সন্তরণ?
মোর শহর হারিয়ে করেছি পন?

মন মাঝি তোমার অভিমান ভেঙে,
দাও আমার তরী পার করিয়ে।
মিছে মায়ার সংসারে অস্তিত্ব খোঁজে,
চক্ষু করে রক্তবর্ণ রূপকথা সেজে।

ব্যর্থ আমি ছুটে চলি বাস্তবতায়
যেখানে ডুবে যাবো আমি,
তোমার পানে চেয়ে, হে দয়াময়!