যুদ্ধ বিধস্ত শহরের মতো তোমার হৃদয়
সেখানের সরাইখানার উনুনের পাশে রয়,
রুক্ষ চেহারার কিছু বিভ্রান্ত বিশ্বাসীর দল
উনুনের ঝলসানো মাংসের প্রতি করে ছল ।
নরাত্বারোপ করেছিল ছিন্ন হওয়া পাঁজরে
আর পেতে রেখেছিলো সিংহাসন যেখানে,
পরিতাপের বিষয়, তোমার পদতলে পিষ্ট
হয়েই তাদের পাঁজরের সিংহাসন হয় ধন্য ।
সে প্রেমিকেরা উদ্ভ্রান্ত মাতালের মতো ছুটে
তুমি ও তোমরা জীবন্ত লাশ বলো যাদের কে,
শোনো হে প্রিয়তমা, হয়তো জানোই না যে
তোমার পবিত্র রক্তস্রোতে তারা গেছে ভেসে।
তুমি কি ২১০ পৃষ্ঠার ধূলা অঙ্গে মেখেছো ?
তোমার সত্তাকে ভেঙে করেছো টুকরো ?
হয়েছো কখনো অন্তহীন শূন্যতার বিন্দু ?
কল্পিত মনে এঁকেছো কি মহাবিশ্বের অন্ত ?
ঢলে পড়েছে সূর্য তোমার তির্যক চোখে
মহাশূন্য ছিলো বিরাজমান চোখ কোটরে ।