মূল কবিতা - আল্লামা ইকবাল

তুমি অভিলাষী, তুমি আবেগের পথযাত্রী,
কোনো গন্তব্য গ্রহণ তুমি কোরো না।
লায়লাও যদি হয় তোমার পথের সাথী,
তবে তাঁরও পালকি গ্রহণ কোরো না।

ওহে চঞ্চল নদী! বয়ে চলো,তুমি থেমোনা।
হয়ে ওঠো প্রবল জলোচ্ছ্বাসের সমুদ্র।
কোনো কূল যদি তোমায় কখনো করে আহ্বান,
তবে সে কূল গ্রহণ তুমি কোরো না।

এই সৃষ্টির মায়াবী মন্দিরে তুমি
হারিয়ে কখনো যেন যেও না।
কোন আসর যদি হয় আরামদায়ক
সে আসরের উষ্ণতা গ্রহণ কোরো না।

সৃষ্টির সূচনা যেদিন, প্রথম প্রভাতেই
জিব্রাইল বলেছিল মোরে।
যে হৃদয় কেবল হয় বুদ্ধির দাস,
সে হৃদয় গ্রহণ তুমি কোরো না।

মিথ্যা কখনো নিষ্ঠা নহে, দ্বিচারী-দ্বৈতপ্রেমী
সত্য যে এক, তার কোন দ্বিতীয় নাই।
তাই সত্য ও মিথ্যার সাথে কখনো তুমি
যেন ভাগাভাগি গ্রহণ কোরো না!

(মহান শাসক টিপু সুলতানের জীবনদর্শনের ভাবধারায় লেখা কবি আল্লামা ইকবালের কবিতার বঙ্গানুবাদ)