রাস্তা-ঘাটে চলতে গেলে
বাস, মটরে কিংবা রেলে।
হোকনা সে বা নিশুত রাতি
দিন দাহাড়েও লাগছে ভীতি।
মানুষ রূপি শিয়াল দেখি
যেখান সেখান মারছে উঁকি।
নারী, শিশু, বৃদ্ধ কেহ
নেই নিরাপদ কারোর দেহ।
একলা পেলে,দোকলা পেলে
একটু যদিই সুযোগ মেলে।
ঝাঁক বেঁধে সব ঝাঁপিয়ে পড়ে
'হুক্কা-হুয়া'র আওয়াজ পেড়ে।
মারবে তোমায়, বলবে কেবল
জয় 'হুক্কা'র- জয় 'হুয়া' বল।
কেউ যদি না বলতে পারে
মারছে সবাই, দিচ্ছে মেরে।
হুক্কা-হুয়া কেউবা আবার
দেখছে খুঁজে ব্যাগের ভিতর।
যাকিছু পায় আচার-মাচার
সব নাকি তার মাতার ভাতার!
এ কোন জ্বালা, কি দিন এল?
ইঁদুর, বাঁদর, শিয়াল গুলো।
তাকিয়ে লোকের বোঁচকা পানে
সুযোগ পেলেই হেঁচকা টানে।
এদের জাতের নেই ঠিকানা
শিয়াল রাজার ছিঁচকে পোনা।
একটা দুটো পয়সা পেলেই
মারছে মানুষ লেলিয়ে দিলেই।
জাতের নামে দিচ্ছে গালি
বজ্জাতি সব জাত শিয়ালি।