বিদায় বন্ধু..!
সন্ধ্যা হয়েছে।
এবার যেতে আমাকে।
হৃদয়ের শেষ নিচোড় টুকু
রেখে গেলাম তোমাদের জন্য।
ভালোবাসা নিও।
হয়তো বা কোনদিন আর দেখা হবেনা।
তবে কোনো দিন যদি
আমার সূর্য আবার উদিত হয়
তোমার আঙিনায় ।
সেদিন উন্মুক্ত করে দিও
তোমার দুয়ার খানা।
বলে দিও তোমার
হৃদয়ের দ্বাররক্ষী কে,
সে এসে গেছে।
পথ ভোলা পথিক
পথ ভুলেছিল।
আবার এসেছে তোমার পান্থনীড়ে।
বন্ধু..!
আর কিছু পরিচয় তো নেই
দেওয়ার মতো।
তবে দুখানা লাইন হয়তো
তোমাকে মনে করাবে
আমাকে চেনার।
"মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়"।
ভালো থেকো,
আল্লাহ হাফেজ.!