সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী একটি ইতিহাস
কালের স্বর্ণপাতার।
সাঈদী একটি বাস্তবতা
যুগ যুগ ধরে মনে রাখার।।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী একটি পরিভাষা
অন্যায়ের সাথে আপোষ না করার।
সাঈদী একটি পরিচয়
মাথা উঁচু করে বেঁচে থাকার।।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী মানে আমৃত্যু লড়ে যাওয়া
আপস নাহওয়া সংগ্রাম।
সাঈদী মানে বেড়ে যাওয়া বাতিলের
রাঙা চোখ,কালো যম।।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী মানে বীর খালিদের
কৃপাণের রণঝংকার।
সাঈদী মানে হায়দারী হাঁক
সিংহের মহা হুংকার।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী মানে মজলুম বুকে
জমে থাকা উষ্ণ লাভা।
সাঈদী মানে মুমিনের বুকে
জ্বলে ওঠা দীপ্ত প্রভা।।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী মানে কলতানময়
কোরআন এর মিষ্ঠ ধ্বনি।
সাঈদী মানে ভেসে যাওয়া কানে
ন্যায়ের বজ্র ধ্বনি।
সাঈদী কেবল একটি নাম নয়।
সাঈদী মানে আশ্বাস, বিশ্বাস
পিড়িতের বুকে সান্তনা।
সাঈদী মানে কোরআনের বাণী,
মুছে যাওয়া যত যন্ত্রনা।