তুমি একক একান্ত, অসীম অনন্ত
তুমি হে মহান সত্তা।
আদিমের তুমি আগামীরও তুমি
চির অক্ষয় অধিকর্তা।
দ্যুলোকেও তুমি ভুলোকেও তুমি
আরশে,ফরশে সবি।
জানা অজানার এই বিশাল জগত
তোমারি সৃজন ছবি।
গোধূলি বেলায় রঙের খেলায়
পশ্চিম আকাশপটে।
পূবের গগনে প্রাতের প্রভাত
আলোর মিছিলে ছোটে।
তব জয়গান গেয়ে নদী কলতান
প্রবাহে তরঙ্গিনী।
পাহাড়ের বুক চিরে ঝর্ণাধারায়
তোমার মহিমা শুনি।
গ্রহ-তারা আর শশী-দিবাকর
গগনে যা কিছু সহ।
ভুবনে যা কিছু সৃষ্টি তোমার
তোমারি আজ্ঞাবহ।