অসভ্য সভ্যতার কাছে
নির্বাক বিবেক যখন
আন্দোলন আর আর্তনাদের
পার্থক্য জিজ্ঞাসা করে।
অসভ্যতা যখন
মানবতার ঝান্ডা ধরে।
অসহায় বর্বরতা যখন
মমতার শীতল ছায়াতলে
আশ্রয় গ্রহণ করে।
মানবতা যখন
নির্মমতার মায়ার জালে
আটকে পড়ে।
মিথ্যা যখন
সততার সহায়ক হয়।
অন্যায় যখন
ন্যায়ের বিচারক হয়।
অত্যাচারের আদালতে
যখন ন্যায়পরায়ণতার বিচার হয়।
পাশবিকতার সংবিধানে
যখন অহিংসতার বিধান লেখা হয়।
সহমর্মিতার শয়তানি হাঁসিতে
যখন হিংস্রতার মুক্ত ঝরে।
সম্প্রীতি যখন
সাম্প্রদায়িকতার অস্ত্র দিয়ে
অহিংসতার শিকার করে।
অরাজকতা যখন
অনিষ্টতার বিচার চেয়ে
রাস্তায় নেমে মিছিল করে।
রাজা যখন রাজ বস্ত্র ত্যাগ করে
লোক মাঝারে উলঙ্গ হয়ে
নিজেই প্রজার প্রশ্ন করে
'বলতো আমার কাপড় কোথায়'?
শাসক আর শোষকের পার্থক্য
যখন শুধু মাত্র লিপির মধ্যেই
সীমাবদ্ধ থেকে যায়।
অন্যায়,অবিচার, জুলুম,অত্যাচার
শাসন, শোষণ , উন্নয়ন,উৎপীড়ন
সবাই যখন নিজের নিজের
সংজ্ঞা খুঁজতে ব্যস্ত।
ধর্ষিতার চিৎকার
আর ধর্ষকের উল্লাস যখন
মিলেমিশে একাকার।
তখন কেন যেন
নিঃশ্বাস, বিশ্বাস সবকিছুরই
উপলব্ধিটা হারিয়ে ফেলছি।
শুধু কেবলমাত্র টের পাচ্ছি
পৃথিবীর শ্বাসকষ্ট টুকু।