..
মনে পড়ে বারবার ওই সোনা মুখটি
মনে পড়ে অপলক মেলে থাকা দৃষ্টি।
মায়া ভরা মায়াবী ওই আঁখি দুটি তোর।
যেন প্রভাতে আঁধার ছাড়ি পুবের আকাশ ফাড়ি
ডানা মেলে রবি কর।।
মনে পড়ে প্রেমাদরে মৃদু হাসি মিষ্টি।
যেন আঁধার রজনী মাঝে এক ফালি চাঁদ হাসে
কি অপরূপ স্রষ্টার সৃষ্টি।।
মনে পড়ে ঘোমটার আড় হতে মুচকি
মনে পড়ে ফিসফিস কানে বলা কত কি।
ওই কচি ঠোঁট দুটি রক্তিম লালিময়।
যেন শীতের প্রভাত কালে গোলাপ পাপড়ি মেলে
মনে পড়ে সারাখন অতিশয়।।
মনে পড়ে আঁচলের ফাঁক হতে কালো কেশ
যেন সন্ধ্যায় পূবাকাশে ঘন কালো মেঘ হাসে
মনে হয় চেয়ে থাকি অনিমেষ।।
মন পড়ে বিদায়ের বিষাদিত রাতটি
মনে পড়ে চোখে জল থাকা হাসি মুখটি।
🌼🌼🌼