বাংলা আমার আত্মপ্রকাশ
বাংলা আমার গর্ব গো।
বাংলা আমার আশার আলো
বাংলা আমার স্বপ্ন গো।

কল্পনা মোর বাংলা ভাষা
ভাবনাতেও অন্তরে।
আমি এই ভাষাতেই স্বপ্ন দেখি
প্রত্যহ দিন- রাত্তিরে।

বাংলা মায়ের বাংলা ভাষা
প্রভাতপাখির গানে।
রাখাল বালক বাংলা গানে
মাঠে নাঙল টানে।

আমি বাংলা গানের কন্ঠে শুনি
নদীর কলতান।
বাইতে তরী ছন্দে মাঝির
বাংলা মায়ের গান।

দোয়েল শ্যামা পাখ-পাখালির
গুঞ্জরণে বাংলা সুর।
আপন তালে বাংলা সুরে
কোয়েল কূজন সু-মধুর।

আমার এই ভাষাতেই জীবন গড়া
এই ভাষাতেই মরবো গো।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার স্বপ্ন গো।