মা গো! তুমি করুনার আধার
এই ধরণির পরে।
মায়ার ভবে ঊষার আলো
নিবিড় অন্ধকারে।
নেই কেহ মা তোমার সম
আপন করি যাকে।
আঁধার মনের আলোক শিখা
অমর হয়েই থাকে।
যখন নির্জনে মা একলা কালে
তোমায় মনে পড়ে,
যেন আঁধার রাতে চাঁদের আলো
হঠাৎ এলো ফিরে।
সুখ দুঃখে ও আপদ কালে
ওমা তোমায় ডাকি।
আমি তোমার নামে তৃষ্ণা মেটাই
তোমার ছবি আঁকি।
এ জীবন গড়া তোমার স্নেহে,
মমতার ছায়া তলে।
তাই জীবনেরে আমি বাসি বড় ভালো
তুমি ভালোবাসো বলে।
ব্যতীত খোদার যদি কেহ আর
যার লাগি রাখি মাথা।
চরণে তোমার করি শির নত
হে মোর জননী মাতা।