....
              বহুদিন পরে আবার
     ফিরেছে আবেগ ,জাগিয়া উঠেছে প্রাণ
         মন ভরে আজ নিঃশ্বাস নিয়েছি
           যেন শরীরে ফিরেছে জান।
            উত্তপ্ত বায়ু শীতল হয়েছে
             বাতাসে হিমের আভাস।
            প্রকৃতি এনেছে চাঞ্চল্যতা
           ঘন ঘটাতে সেজেছে আকাশ।
          তরুরা পেয়েছে নতুন তারুণ্য
           মাতিয়া উঠেছে ভুবন,অরণ্য
             জীবেরা পেয়েছে ত্রাণ।
              বহুদিন পরে আবার
     ফিরেছে আবেগ, জাগিয়া উঠেছে প্রাণ।
           হয়ে তৃষাতুর মগন ধ্যানে
            চঞ্চু তুলিয়া গগন পানে
        যপেছিল গ্রীষ্ম তাপসী চাতক দল।
             একটু পাওয়ার তরে
             যাচিয়া খোদার দ্বারে
     পেতে চায় শুধু,দু ফোটা ফটিক জল।
          গ্ৰীষ্ম এতদিন সবুজ খেয়েছে
           প্রকৃতি দেখেনি আপন রূপ।
           মৌমাছি খোঁজে আপন কক্ষ
           প্রজাপতিরা ও পায়নি পুষ্প
            সূর্য দিয়াছে তেজিয়া ধূপ।
এতদিনে আজ,সৃষ্টির মুখে দেখি ফিরিয়াছে হাসি
হৃদয় পুলকিত হল, পেয়ে এক মুঠো রঙিন খুশি।
       আজ হয়েছে দুয়ার, উন্মুক্ত খোদার
            অশেষ করুনা প্রভু মহামান।
               বহু দিন পরে আবার
     ফিরেছে আবেগ, জাগিয়া উঠেছে প্রাণ।
      ওরে! ঝর ঝর ধারে ঝরিতেছে বারি।
             রূদ্ধ দুয়ারে চঞ্চল মন
             কেমনে রূধিতে পারি।
        বাহিরে আকাশ উতাল হয়েছে
             ঘোমটা দিয়েছে রবি।
          আদ্রতা গিলেছে শুষ্ক বাতাস
          মাটির ফাটল হাঁ করে আজ
               তৃষ্ণা মেটায় সবি।
        ওই কলতান শুনি নদীর কন্ঠে
          মাঝি-মাল্লারা ধরেছে গান।
          ইলসে গুঁড়ির নৃত্যে মাতিয়া
           মগ্ন চাতক ভেঙেছে ধ্যান।
        ওরে বদ্ধ ঘরেতে রয়নাকো মন
            চায়, বাতাসে নতুন ঘ্রাণ।
              বহু দিন পরে আবার
     ফিরেছে আবেগ, জাগিয়া উঠেছে প্রাণ।
              জাগিয়া উঠেছে প্রাণ।।