জাগো হে আত্মা,যুবক মাঝারে
কম্পিত করো বুক।
করাঘাত করো যৌবন দ্বারে
রণবংশীতে মারো ফুঁক।
ওঠো ওঠো বীর সৈনিক নির্ভীক
আজ উদয় হবেনা ভানুর।
তোমার দুর্গে হবে না প্রভাত
গ্রস্ত হয়েছে রাহুর।
দেখো দুষমন ওই ধাবিত তোমার
কেল্লা প্রাচীর পানে।
এই বুঝি তোমার বিলাস ভবনে
জুটিয়া আঘাত হানে।
বিরাজ করেছে আজি কাননে তোমার
যত বন্য পশুর দল।
বিনাশ এসেছে দেখো,জাগো রে মালী
জাগো হে উদ্যানপাল।
জাগাও হৃদয়ে শায়িত তোমার
প্রবল ব্যাঘ্র রাজ।
গুরু গম্ভীর ডাকে গর্জিত হও
ভব-কম্পন তোলো আজ।
লহে বজ্র চাবুক, পূব গগনে ঊষার
দুয়ারে আঘাত হানো।
তব রঞ্জিত বুকে ধর রক্ত নিশান
রঙিন প্রভাত আনো।