স্বাধীনতা! কারে তুমি দাও মুক্তির বার্তা
আজ কার লাগি এত রঙিন সাজ।
কারে বা শোনাও আজাদীর ধ্বনি
কে বা আছে তার নিজ স্বরাজ।।
আজ পেয়েছ কি তুমি স্বাধীন তাহারে
যার ললাট পরে আবির মাখা সিঁদুর রাঙা।
সাজে সজ্জিত আজ দেখছো যাহারে
দেখনি কি তার অশ্রুসজল চোক্ষুখানা ।।
কখনো কি দেখেছ তার আঁচলের তলে
রঞ্জিত ওই রক্তিম বুকখানি।
কত-শত তার নিজ সন্তান আজও
অকালে দিচ্ছে পাড়ি জীবনের ইতি টানি।।
এখনো কি তুমি দেখনি ইহাতে?
সম্প্রদায়ের বজ্রধ্বনি উচ্চস্বরে।
সন্ত্রাসী আর সন্ন্যাসীদের যায়না চেনা
ভগবানের জয়ধ্বনি মানুষ মেরে।।
এখনো জাতির মানদণ্ডে হেথা
রাখা লঘু-গুরুতা'র বাটখারা।
উঁচু-নিচুতা'র ফিতায় এখনও
মাপা মানব জাতির মাত্রা।।
স্বাধীনতা! আজ কাহার গর্ভে ভেদিয়াছ তুমি
বলিয়া স্বাধীন,নিশানের খুঁটি খানি।
কভু জিগায়েছ কি তার জাতির সকাশে
দিয়েছ কি তার পূর্ণ স্বরাজ আনি ।।
বহু গৃহ, দ্বার আজ হয়েছে উজাড়
কত কৃষকের জমি নিল কেড়ে।
নিজ বাস ছাড়ি ফিরিছে মরিয়া
হয়ে প্রবাসী দুয়ারে দুয়ারে ফেরে।।
কত স্বদেসীরে দেখি আজ হয়েছে প্রবাসী
শুধু বাহুবল আছে কি তায়?
দেখনি কে স্বাধীন, কেবা পরাধীন
কেন খামখা পুকারো স্বাধীনতায়।।
স্বরাজ হেরিছে জাতি,ত্রাস আসিছে দেশে
ভেঙে চুরমার দেখো সংবিধান।
বেবাক জাতিরে তুমি
এখনো কি বলিবে স্বাধীন?
ওরে!স্বাধীনতা এল,তোল নিশান।।