প্রিয় কবি সানাউল্লা সাহেব এর লেখা "সামনে দুঃসময়"। সত্যি আমাকে মুগ্ধ করেছে। কবিতার মধ্যে কবির বাস্তববাদীতার প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি। গভীর চিন্তা ধারা ও অসীম পরিকল্পনার গুনাবলী না থাকলে এমন কবিতা লেখা সম্ভব নয় বলে আমার মন্তব্য। সত্যিই সে সময় আগত প্রায় যার কথা কবি উল্লেখ করেছেন।
কবির কাব্য প্রকৃতিতে আমি মুগ্ধ। তাঁর কবিতা গুলির মধ্যে রয়েছে অসাধারণ শব্দের সমাহার, অনবদ্য দ্রোহের বিস্ফোরণ, চিরন্তন বাস্তবতার প্রকাশ ,নিদারুণ ছন্দের সৌন্দর্যতা ও ভাষার মাধুর্যতা।
উক্ত আসরে বিরাজমান সমস্ত কবিবৃন্দদের মধ্যে প্রিয় কবিবর সানাউল্লাহ সাহেব কে আমার কবিগুরু বলে মনে করি।
কবির আশীর্বাদ ও সু পরামর্শ কামনা করে আমার কবিতা জীবনের সাফল্যের চাবিকাঠি অর্জন করতে চাই।