তুমি আমাকে বিচার আমা দিয়ে নয়
আপনাকে দিয়ে কর।
তোমার নিজের চশমাকে শুধাও
আমাকে জানিবে আরো।
আমি আচরি তোমার আচরণ সম
তোমারি দর্পণ আমি।
আমি আকারে তোমার আয়নার মতো
যেমনি দেখিবে তুমি।
আমি ব্যবহারে তোমার বাদ্যযন্ত্র
যেমনি তুলিবে সুর।
আমি তোমার হাতের এলোমেলো টানে
সুর হই কিংবা বেসুর।
তুমি প্রেম ভরে মোরে ফুঁকা দিলে আমি
মধু বাঁশরির সুর দেব।
তুমি ইসরাফিলের ফুৎকার দিলে
আমি প্রলয় প্রকট হব।