কবিতার জগতে একটু একটু করে পরিচিত হয়েছিলাম সবে। নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল স্বল্প অনুজ্জ্বল প্রতিভা। হঠাৎ এসে হাত ধরেছিল 'কবিতার আসর'।পথ দেখিয়েছিল আগে বাড়ার। চলতে থাকলাম জানা,অজানা,আলো,অন্ধকার পথে।
অকস্মাৎ দেখা হলো এক পথ প্রদর্শকদের সঙ্গে। বহু পথহারা পথিকের পথপ্রদর্শনের কার্য করে যাচ্ছিল সে। আমার মত অনেক নব্য যাত্রী পেয়েছিল আলোর দিশা। বহু দিন তাকেও খুঁজে পাচ্ছি না।আর দেখা মেলেনা আলো নিয়ে ছুটে আসা সেই মিছিলের। কেউ কি বলতে পারবেন তার খবর?
( তোমাকে মিস্ করছি প্রিয় পত্রিকা "আলোর মিছিল")