আমাদের গ্রাম সবুজে মোড়া,
ধানের ক্ষেতে হাসে সোনা ধরা।
পাখির ডাকে ভোরের আঙিনায়,
স্রোতের সুর বাজে খালবিলের ছায়ায়।

মাটির পথ সোঁদা গন্ধে ভরা,
তালগাছ দুলে ঝড়ের তাণ্ডব ঘেরা।
আকাশ জুড়ে সাদা মেঘের খেলা,
বিকেল হলে চলে ডানার মেলা।

বটগাছের ছায়ায় বুড়োরা বসে,
গল্প ফোটে মাঠের কোলাহলে ভাসে।
হাটের কোলাহল, নৌকার গান,
আমাদের গ্রাম এক প্রাণের সাম্পান।

রাতে জোনাকি জ্বলে আলো করে,
পুকুর পাড়ে চাঁদ জলে সরে।
সেই গ্রাম আমার, হৃদয়ে আঁকা,
স্বপ্নের মাঝে জেগে থাকা।