কারো জীবনটা আটকাইয়া যায়
কারোর'টা পলকেই চইলা যায়,
যার লাইগা কারো ঘুম যে আসে'ই না,
সেই ট্যাকার লাইগা কেউ ঘুমায়'ই না।

কাঠুরিয়া জঙ্গল ঘুইরা বেড়ায়
অল্প ক'টা ট্যাকা কামানের লাইগা,
অফিসারও সেই সে ট্যাকা কামায়
তার কলমটা হাল্কা ঘুরাইয়া।

আইজ জরিনা যে ভীষণ খুশি,
তারে আব্বায় পাঁচ ট্যাকা দিছে!
যা বকুলের পকেটে পইড়া থাকে
তবে এতো খুশি হয় না কক্ষনো।

ট্যাকা এমনে কত হাসি কাড়ছে,
চোক্ষের পানিতে ভাসাইয়া দিয়া—
আর কত-রে যে এমনে হাসাইছে
শত শত দুঃখ গোপনে রাইখা।