জ্ঞা‌নের বড়াই, কা‌জের বড়াই
সবার সীমা আছে—
শালার, টাকার বড়াই অন্ধ
মানুষ তা‌তে না‌চে!

টাকা হ‌লে নীতি কেনা,
নিয়ম গড়া যায়—
লোভী লো‌কে ঢে‌কে দেয় পাপ
মহৎ সে‌জে টাকা'য়।

টাকা দে‌খে জিহ্বা বে‌রোয়
যা‌দের কাজ পা চাটা,
আমার ঘ‌রে টাকার অভাব
কপাল বু‌ঝি ফাটা!