সাদকার হাদিস মানা ওয়াজিব বটে;
কখন আবার আজিব কিছু ঘটে!
ডান হাতে ঘুষ-ঠুষ নিই না যদিও,
বাম হাতে নিলে ডান হাত বুঝে না—
আমি হাদিস মানা-মুমিন, প্রিয়!
মানুষ কখনো হয় না দেবতা,
আমি তো সরকারি কর্মকর্তা;
ভিন্ন হিসেব, উচু স্থান-মর্যাদা
তেল-টেল একটু মারবে না? তবে কী!
পায়ের নিচে-তোমার জান্নাত, দাদা।