কয়লার রা‌জ্যে পা রা‌খিবা মাত্র
বরণ ক‌রে নি‌লো তা'রা স‌বে,
সোনার গা‌য়ে কা‌লি মাখাইয়া দেয়;
সোনা-কা‌লো কয়লা হ‌বে ত‌বে।

হীরা লুকায় ঝলমল-তার রূপ খানা,
সোনালী রূপ; সোনার ঝলক দে‌খে—
হীরার মূল্য যায় নি তবু রু‌খে,
সোনা হয়‌নি হীরা সেই রূপ দে‌খে।

মে‌নে নেয়‌নি ক‌ষ্টি পাথর তা‌রে,
নি‌জের গু‌ণে ক‌ঠিন শপথ ক‌রে—
সোনা চাইলো তাহার সা‌থে মি‌শতে,
নি‌জের ম‌তো ঝলক দি‌তে তা‌রে।